নলহাটি ১: কয়থাতে SIR সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং
কয়থাতে SIR সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং। আজ রবিবার বেলা ১২:৩০ টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি বিধানসভার কয়থা ১ অঞ্চলের মানুষের সুবিধার্থে গ্রামে খোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার ভোট রক্ষা শিবির অর্থাৎ SIR সহায়তা কেন্দ্র, যার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন নলহাটি বিধানসভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা জুড়ে গত ৪ ই নভেম্বর থেকে শুরু হয়েছে SIR প্রক্রিয়া।