কালচিনি: ফের সুভাষিনি চা বাগান এলাকায় তোর্ষা নদীর প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙ্গে গেল,জল প্রবেশ করছে চা বাগানে, আতঙ্ক এলাকা জুড়ে
ফের কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগান এলাকায় তোর্ষা নদীর প্রায় পঞ্চাশ মিটার বাঁধ ভেঙ্গে গেল, জল চা বাগানে প্রবেশ করছে। যদিও এই এলাকায় বাঁধ ভেঙ্গেছে ঐ এলাকায় কোনো শ্রমিক মহল্লা নেই জনবসতি শুধু চা বাগান। তোর্ষার জল চা বাগানে প্রবেশ করছে ক্ষতিগ্ৰস্থ করছে চা গাছ। শনিবার দুপুর ২ টা নাগাদ এলাকার বাসিন্দারা জানান গত পাঁচ অক্টোবর বাঁধ ভেঙ্গেছিল পরবর্তীতে এই এলাকায় অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছিল। গতকাল রাতে সেই অস্থায়ী বাঁধ পঞ্চাশ মিটার ভেঙ্গে যায়।