নলহাটি ১: CITU - র নলহাটি এক ব্লক সমন্বয় কমিটির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হলো নলহাটি CPIM দলীয় কার্যালয়ে
CITU - র নলহাটি এক ব্লক সমন্বয় কমিটির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হলো নলহাটি CPIM দলীয় কার্যালয়ে । আজ রবিবার বেলা ১১ টা নাগাদ নলহাটি CPIM দলীয় কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলন করে সূচনা করা হয় সেন্ট্রাল অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অর্থাৎ CITU - র নলহাটি ১ ব্লক সমন্বয় কমিটির ষষ্ঠ সম্মেলন। আজকের এই সম্মেলনে নলহাটি ১ ব্লকের ১৭ টি ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন, এমনটাই জানিয়েছেন CITU - র নলহাটি এক ব্লক সমন্বয় কমিটির সভাপতি কমরেড গোরাচাঁদ গুপ্ত।