কাঁথি ৩: ওলমাইদলবাড় নারায়ণ সেবা সংঘ ও মাতঙ্গিনী ক্লাবের রাস উৎসব, মিলন মেলায় ক্রিকেট টুর্নামেন্টে ও রক্তদানে আজ উপস্থিত সভাপতি
পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার কাঁথি ৩ ব্লকের অন্তর্গত ওলমাইদলবাড় নারায়ণ সেবা সংঘ ও মাতঙ্গিনী ক্লাবের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী রাস উৎসব ও মিলন মেলা উপলক্ষে আজ অনুষ্ঠিত হল ক্রিকেট টুর্নামেন্টে ও স্বেচ্ছায় রক্তদান। শুভ উদ্বোধন করলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি, এছাড়াও উপস্থিত ছিলেন এই সংঘের সম্পাদক রাজকুমার দাস সভাপতি শুভেন্দু পট্টনায়ক সহ অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ