রাজ্য ও কেন্দ্র করকার এসআই আর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এই অভিযোগ তুলে এবার সাধারণ মানুষকে এস আই আর এর বিষয়ে সহযোগিতা করার উদ্যোগ নিলো বামেরা। আর তারই অঙ্গ হিসেবে এবার রানাঘাটের পূর্ব পাড়ে মহাপ্রভু পাড়ায় ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) এর দলীয় কার্যালয়ে রানাঘাট ৮ নম্বর শাখা ইউনিটের পক্ষ থেকে খোলা হলো সহায়তা কেন্দ্র। এই কেন্দ্রে প্রত্যেক মানুষকে রাত 7 টা থেকে 9 টা পর্যন্ত এসআই আর এর বিষয়ে সম্পূর্ন সহযোগিতা করা হবে বলে দাবি উদ্যোক্তাদের।