মাসির বাড়িতে ঘুরতে এসে বিপত্তি। বৌদির সঙ্গে শনিবার পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল কিশোরীর। গুসকরার ধারাপাড়া এলাকায় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে এদিন আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম তিয়াসা রায়(১৬)। তার বাড়ি হুগলির পান্ডুয়া এলাকায়।