বর্ধমান ১: সুখে দুঃখে,এক ফোনে আপনার পাশে MLA খোকন দাস,ফোন নং টি হল 8170999159 কাঞ্চন নগর থেকে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক
সুখে দুঃখে,এক ফোনে আপনার পাশে MLA খোকন দাস,ফোন নাম্বার টি হলো 8170999159 বুধবার দুপুরে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এক ফোনে খোকন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পটির শুভ সূচনা হলো কাঞ্চন নগর বেলপুকুর বিধায়ক অফিস থেকে। কার্যত অক্টোবর মাসের ১তারিখ থেকে কার্যকরী হবে,পাশাপাশি দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য ১০০টি কম্পিউটারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে। বুধবার দুপুর একটাই সাংবাদিক সম্মেলন করে জানালেন বিধায়ক খোকন দাস। এদিন বিধায়ক