নলহাটি ১: নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়কে সন্তোষী মা মন্দির এর সামনে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন।
নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়কে সন্তোষী মা মন্দির এর সামনে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ জন। দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেল ৫ নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়কে সন্তোষী মা মন্দির এর সামনে, স্থানীয় সূত্রে জানা গেছে একটি মোটরবাইক নলহাটি কলেজ মোড়ের দিক থেকে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন দ্রুতগতিতে ওই সময় বাসস্ট্যান্ডের দিক থেকে আসছিল অপর একটি বাইক, বাইক ২টি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।