কমলপুর: চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, রাস্তা সংস্কার সহ ৮ দফা দাবিতে কমলপুর মহকুমা শাসকের কাছে সিআইটিইউ-এর ডেপুটেশন।
আজ ৮ দফা দাবীতে CITU কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে দুপুর একটায় কমলপুর মহকুমা শাসকের নিকট CITU কমলপুর মহকুমা সম্পাদক দেবাশীষ দাসের নেতৃত্বে প্রতিনিধি মুলক ডেপুটেশন দেওয়া হয় । প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক মন্ডলীর সদস্য তাপস সিনহা, সৌভাগ্য চৌধুরী, উষা রানী দাস, আবদুল ওয়াজীব সহ অন্যান্য নেতৃত্ব গন,