জামুরিয়া: পথ নিরাপত্তা কর্মসূচি পালন করলো খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরের কচিকাঁচারা
পথ নিরাপত্তা কর্মসূচি পালন করলো খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরের কচিকাঁচারা। সাবধানে গাড়িচালাও জীবন বাঁচাও, এমনই বার্তা সম্বলিত ব্যানার হাতে এবার পথে নামলো খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরের ক্ষুদে পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের এমন অভিনব কর্মসূচিতে পা মেলালেন জামুরিয়া ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর শেখ হাসিবুল সাহেব।বর্তমানে প্রতিদিনের চলার পথে দুর্ঘটনা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।