কুলতলি: চরম ব্যস্ততার মধ্যে কুলতলী প্রতিমা শিল্পী, কাত্তিক প্রতিমায় শেষ মুহূর্তের টান
সুন্দরবন লাগোয়া কুলতলীর লতলী মৈপিঠ কোষ্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরীতে প্রতিমা শিল্পী কার্তিক ঠাকুর তৈরিতে ব্যস্ত। হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি। সন্তান লাভের আশায় এই কার্তিক ঠাকুরকে পূজা করেন। প্রতিমা তৈরি নিয়ে প্রতিমা শিল্পী কি জানালেন শুনুন তারই মুখ থেকে।