বোলপুর-শ্রীনিকেতন: বোলপুর কাশিমবাজারে দুটি দোকানে চুরির ঘটনায় আটক করল ২ জন কে বোলপুর থানার পুলিশ কাশিমবাজার এলাকা থেকে!
কে বলে ? চোরেদের মন নেই! শুক্রবার রাতে বীরভূমের বোলপুরে কাশিমবাজার ১৮ নম্বর ওয়ার্ডে দুটি মুদিখানা দোকানে চুরি হয়েছিল। আজ ৯ নভেম্বর আনুমানিক সকালের দিকে ওই দুটি দোকানে চুরির ঘটনায় দুজনকে আটক করল বোলপুর থানার পুলিশ। ভদ্র দুই চোর, ৫০ টাকা আর ৪ প্যাকেট সিগারেট নিয়ে চম্পট দেয়। এক প্যাকেট সিগারেট খেয়ে ফেলেছে। দোকান দার খুব ভালো মানুষ, তাই ফেরত দিতে চাইছে। শুনুন ভদ্র চোরেদের স্বীকারোক্তি!