হলদিয়া: হলদিয়াতে শিল্পায়নে ABJকে তাড়িয়ে শেষ পিরোকটা উনিউ তুতেছিলেন শুভেন্দু অধিকারীর বক্তব্যে কটাক্ষ CPIM নেতা পরিতোষ পট্টনায়েক
হলদিয়াতে শিল্পের জোয়ার আসবে বললেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ CPIM নেতা পরিতোষ পট্টনায়েক।বিজেপি পরিবর্তন সংকল্পসভায় হলদিয়া ব্রজলালচকে রাজ্যের বিরোধী দলনেতা বক্তব্যে বলেছিলেন বুধবার হলদিয়াতে শিল্পের জোয়ার আসবে তাই পাল্টা প্রতিজ্ঞা দিলেন বৃহস্পতিবার দুপুর 2 টায় সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলের সদস্য পরিতোষ পট্টনায়। তিনি বলেন হলদিয়া বন্দরের ABJকে তাড়ানোর হলদিয়ার শিল্পায়নে অগ্রগতি শেষ পিরোকটা উনিই পুতি দিয়েছিলেন।