নলহাটি ২: কাঁটাগড়িয়া সহ আরো অনান্য গ্রামে SIR এর ফর্ম পূরণের জন্য এগিয়ে এলেন সংখ্যালঘু অধিকার রক্ষা মঞ্চ
নলহাটি দুই নম্বর ব্লকের কাঁটাগড়িয়া মোড় ,নগরা, ভগলদিঘী সহ আরো অনান্য গ্রামে সংখ্যালঘু অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে করা হয় SIR ফরম পূরণের ক্যাম্প। বহু মানুষ SIR এর ফর্ম পূরণের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় অনেকের সমস্যায় পড়েছেন। ফলে তাদের ওই সমস্যার সমাধানের জন্য স্বেচ্ছায় সংখ্যালঘু অধিকার মঞ্চের এলাকার শিক্ষিত তরুণ ও শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ সকলের সম্মিলিতভাবে এগিয়ে এসে নিঃস্বার্থভাবে এই ফর্ম পূরণের কাজে।