ভাঙড় ২: SIR আতঙ্ক চরমে! আত্মহত্যা করলেন এবার ভাঙ্গড়ের এক বাসিন্দা
ভাঙ্গড়ের শানপুকুর অঞ্চলের জয়পুর গ্রামে SIR আতঙ্কে আত্মহত্যা করলেন, সফিউল গাজী নামে একজন ব্যক্তি,বয়স ৩৫। এলাকাবাসীর সূত্রের খবর,বেশ কিছুদিন এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন তিনি।আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো বেজে ৩০ মিনিট নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন ক্যানিং পূর্বের বিধায়ক তথা এলাকার পর্যবেক্ষক শওকত মোল্লা এবং পরিবারকে আশ্বস্ত করেন।