নারায়ণগড়: কালিবাগিচা এলাকায় জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের
পশবেলদা থানার অন্তর্গত কালিবাগিচা এলাকায় জাতীয় সড়কে পথদুর ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতবৃদ্ধের নাম অনিল মাইতি বয়স ৬৭। বাড়ি বেলদা থানার হোসেনপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধ রাস্তা দিয়ে হাঁটার সময় একটি বাইক তাকে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ। বাইক চালক ও বৃদ্ধ কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধকে।