নলহাটি ১: সামগ্রীর বদলে ওজন যন্ত্রে বাটখাড়া ও বালি চাপিয়ে গ্রাহকদের বায়োমেট্রিক লিংক করে কুশিপুরে অভিনব চুরি রেশন ডিলারের
রেশনে বরাদ্দ দ্রব্য সামগ্রীর বদলে ওজন যন্ত্রে বাটখাড়া ও বালি চাপিয়ে গ্রাহকদের বায়োমেট্রিক লিংক করে অভিনব চুরি রেশন ডিলারের। মারাত্বক অভিযোগ বীরভূমের নলহাটির এক রেশন ডিলারের বিরুদ্ধে। অভিযুক্ত রেশন ডিলারের নাম গোলাম রসুল। তিনি নলহাটির কলিঠা গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়া গ্রামের রেশন ডিলার। আজ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ কলিঠা গ্রাম পঞ্চায়েতের কুশিপুর গ্রামে গিয়ে জানা যায়, উপভোক্তাদের এই অভিযোগ।