ধূপগুড়ি: গাদং ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের জমিতে ধান কেটে সেই টাকা যোগাড় করে ধর্মীয় জলসার প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন যুবক
মানুষের জমিতে ধান কেটে সেই টাকা যোগাড় করে ধর্মীয় জলসার প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন যুবক ধুপগুড়ির গাদং এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্মীয় জলসা আয়োজনের ইচ্ছে গুটি কয়েক যুবকের। কিন্তু সেই জলসা পরিচালনা করতে তো প্রচুর অর্থের প্রয়োজন। এলাকার বেশীরভাগ মানুষ খেটে খাওয়া পরিবার। মানুষের কাছ থেকে জোর করে চাঁদাও তুলবেন না তারা। তাহলে জলসা আয়োজনে অর্থ আসবে কোত্থেকে?সকল যুবকরা মিলে বুদ্ধি আঁটলেন গায়ে গতরে খেটে জলসার অর্থ সংগ্রহ করবেন। যেমন ভাবা তেমন কাজ।