নানুর: কীর্ণাহারের ঐতিহ্যবাহী বিশ্বকর্মা পুজোর আগে সমগ্ৰ এলাকাজুড়ে সেজে উঠেছে আলোক সজ্জায়
Nanoor, Birbhum | Sep 16, 2025 রাত পোহালেই আগামীকাল বুধবার রয়েছে বিশ্বকর্মা পুজো আর সেই পুজো কে কেন্দ্র করে বীরভূমের শহর কীর্ণাহার জুড়ে উৎসব মুখর পরিবেশে পরিণত হবে। এমনকি বীরভূম সহ পার্শ্ববর্তী জেলার একমাত্র ঐতিহ্যবাহি পুজো হলো কীর্ণাহারের বিশ্বকর্মা পুজো। এই পুজো কে কেন্দ্র করে রেলগেটের মুটিয়া ইউনিয়ন, বাসস্ট্যান্ডের তৃণমূলের শ্রমিক সংগঠন, পূর্ব পট্টির টোটো ইউনিয়ন, পশ্চিমপট্টির ট্রাস্কি ও অটো ইউনিয়ন এবং রেলের হকার্স ইউনিয়নের সদস্যরা প্রতিটি পাড়ায় দীর্ঘদিন ধরে মহা ধুমধামের সাথে।