উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি এলাকায় আন্তঃরাজ্য সড়কে ভারী যানবাহনের দীর্ঘ সারির কারণে সৃষ্ট যানজট পরিস্থিতি পর্যালোচনা করতে আজ জেলা পুলিশ সুপার (SP North) শ্রী অবিনাশ রাই, IPS চুরাইবাড়ি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (Addl. SP) এবং জেলা পরিবহন আধিকারিক (DTO)। পরিদর্শনকালে দলটি যানজটপ্রবণ পুরো পথটি ঘুরে দেখেন। দীর্ঘ সারিতে আটকে থাকা ট্রাক, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে কথা বলে পরিস