ইংরেজবাজার: রাজ্য সরকারের বিভিন্ন জন্মুখী পরিষেবার প্রচারে রথবাড়ি এলাকায় সাংবাদিক বৈঠক জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের
সোমবার রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী পরিষেবার প্রচারে মালদায় সাংবাদিক সম্মেলন করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। সেখানেই জেলা তৃণমূল' সভাপতি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী পরিষেবার কথা তুলে ধরেন। পাশাপাশি এস.আই.আর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন।