সালানপুর: কুলটিতে ফের প্রচুর পরিমাণে অবৈধ কয়লা আটক করলো CISF
কুলটিতে ফের প্রচুর পরিমাণে অবৈধ কয়লা আটক করলো CISF পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি লাইন হোটেলের পিছনে কয়লা মজুদ করা ছিল। চারিদিকে আড়াল করে রাখা হয়েছিল। কয়লা মজুত থাকার কথা সিআইএসএফ জানতে পেরে গতকাল অভিযান চালিয়ে প্রায় ৫০০ টন মজুদ কয়লা বাজেয়াপ্ত করে CISF সঙ্গে ছিল কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। আজ দ্বিতীয় দিনে দুপুর ৩:৩০টায় ফের ওই হোটেলে আরেক জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৭০টন অবৈধ