রতুয়া ২: মাদ্রাসার উন্নতিকল্পে গঙ্গা দেবী এলাকায় আয়োজিত জলসার মঞ্চে উপস্থিত বিধায়ক
Ratua 2, Maldah | Nov 11, 2025 মালতি পুর বিধানসভার অন্তর্গত গঙ্গা দেবী এলাকায় হেফজুল কুরআন মাদ্রাসার উন্নতিকল্পে ধর্মীয় জলসার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা রাত্রিব্যাপী চলা এই জলসার অনুষ্ঠান মঙ্গলবার সকালে ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়। রাতেই এই জলসার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। সকল প্রান্তের মানুষের সহায়তায় জমজমাট জলসার অনুষ্ঠান শান্তির সম্প্রীতির সাথে সম্পন্ন করতে বিভিন্ন বার্তা রাখলেন বিধায়ক।