কাঁকসা: কাঁকসার রাজবাঁধে ১৯নম্বর জাতীয় সড়কের উপর সড়ক দুর্যাটনায় মৃত্যু বাইক আরোহীর,আহত আরো এক বাইক আরোহী
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর,গুরুতর আহত অপর এক আরোহী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দুর্গাপুর মহকুমা হাসপাতালে।ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর অসাংসোল গামী রাস্তায়।মৃত যুবকের দেহ ময়নাতদন্তের পর আজ দুপুর ৩টে নাগাদ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে দুই যুবক বাইকে চেপে কাঁকসা থেকে জাতীয় সড়ক ধরে মুচিপাড়ার দিকে যাচ্ছিল।সেই সময় কোনো অজানা লরি তাদের ধাক্কা মেরে চলে যায়।