নবদ্বীপ: জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না,BJP সাংসদের এহেন মন্তব্যে বড়ালঘাটে প্রতিক্রিয়া দিলেন জেলা তৃণমূল নেতা
সম্প্রতি নদীয়ায় একটি যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন এরাজ্যে এবার জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার থাকবে না,তৃণমূল জিতলে এরাজ্য বাংলাদেশ হয়ে যাবে,সাংসদের এহেনও বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়,অপরদিকে শনিবার দুপুরে তৃণমূলের নদিয়া জেলা দক্ষিণ সংগঠনিক সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা বলেন,কোনও সুস্থ মানুষ এধরনের কথা বলতে পারেনা,তিনি আরও বলেন,দিশাহারা,পাগল এবং অজ্ঞ মানুষ এ ধরনের কথা বলে।