আরামবাগ: ভাসান শেষে ডিম খাওয়া নিয়ে বচসা;রডের আঘাত করে যুবককে খুনের অভিযোগে চাপা উত্তেজনা কামারপুকুরে
ভাসান শেষে খাওয়ার সময় বচসা;রডের আঘাত করে যুবককে খুনের অভিযোগে চাপা উত্তেজনা কামারপুকুরে।জানা গেছে,গতকাল রাতে কামারপুকুরের লাহাবাজারে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল।ভাসান শেষে খাওয়ার সময় ডিম নিয়ে রাজু মাইতির সাথে বচসা বাঁধে ২৬ বছরের যুবক রামচন্দ্র ঘোষালের।অভিযোগ,রামচন্দ্রের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রাজু।গুরুতর আহত অবস্থায় রামচন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।রাজুকে আটক করেছে পুলিশ।থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়।