নলহাটি ২: তৈহার গ্রামে বন্দেমাতারাম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গৌরব যাত্রায় উপস্থিত বিজেপির জেলা সম্পাদক
বিকেল চারটে নাগাদ অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের হাঁসন 1নম্বার মন্ডলের তৈহার গ্রামে বিজেপির গৌরব যাত্রা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই গৌরব যাত্রা।ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করা হয়, বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে ১৫০ টি প্রদীপ প্রঞ্জলন করা হয় দূর্গা মন্দির চত্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক মলয় অধিকরী, হাঁসন 1নাম্বারের মন্ডল সভাপতি- ধনঞ্জয় মাল ।