কাঁকসা: পানাগড় বাইপাসে ১৯ নম্বর জাতীয় সড়কে লরির পিছনে ধাক্কা ছোট গাড়ির,আহত ১
সড়ক দুর্ঘটনায় আহত হলো ১জন।ঘটনাটি ঘটেছে আজ দুপুর ৩টে নাগাদ পানাগড় বাইপাশে।জানা গেছে একটি ছোট গাড়িতে করে ৪জন কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে পানাগড় বাইপাশে ১৯নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝাই লরির পিছনে ধাক্কা মারে।লরিটিও সেই সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে পরে।কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল সাময়িক ব্যাহত হয়।