গোসাবা: স্বাস্থ্য ও আশাকর্মীদের নিয়ে ডেঙ্গু ম্যালেরিয়া প্রকোপের হাত থেকে এলাকাবাসী কে রক্ষা করতে বৈঠকের আয়োজন কুমিরমারী GP তে
এলাকার স্বাস্থ্য ও আশাকর্মীদের নিয়ে ডেঙ্গু ম্যালেরিয়া প্রকোপের হাত থেকে এলাকাবাসী কে রক্ষা করতে বৈঠকের আয়োজন করা হলো কুমিরমারী GPতে শনিবার বিকেল তিনটায়।শনিবার বিকালে এই বৈঠক করা হয়।মূলত বিভিন্ন জায়গায় যেভাবে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।তাই এলাকার মানুষজনকে ম্যালেরিয়া ও ডেঙ্গুর হাত থেকে রক্ষা এলাকার স্বাস্থ্য কর্মীদের নিয়ে এদিন এই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবনী মন্ডল উপ প্রধান দেবাশীষ মন্ডল।