কলকাতা: দিল্লির বিস্ফোরণের পর ইডেনে কড়া নিরাপত্তা: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে নজিরবিহীন ব্যবস্থা
দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার জেরে কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দিল্লিতে বিস্ফোরণের পর গোটা দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। আপাতত টেস্ট ম্যাচ খেলার জন্য কলকাতায় রয়েছে টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা দল। শুক্রবার থেকে টেস্ট ম্যাচ। ইডেনে টেস্ট ম্যাচ এবং দুই দলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।