চুড়াইবাড়ি ভীমবস্তি স্কুলের সামনে জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা TR01AT-1821 নম্বরের ডাম্পারটি ব্যাক করার সময় সোজা পেছনে থাকা শ্যাম দাসকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। ডাম্পারের চাকা তার কোমরের ওপর দিয়ে উঠে যায়। ফলে তার কোমর ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর লুটিয়ে পড়েন।একটি ডাম্পার পিছনে ব্যাক করার সময় গ্যাস পাইপলাইন প্রকল্পে কর্মরত এক কন্টেকটারকে পিষ্ঠ করে গুরুতরভাবে আহত করে।