বাগবাসা বিধানসভায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে একাধিক রাস্তা নির্মাণ কাজের শুভারম্ভ করলেন বিধায়ক যাদব লাল দেবনাথ। বকবকি–কালাছড়া স্কুল, কালাছড়া –লক্ষীনগর শিববাড়ি সেন্ট্রাল স্কুল পর্যন্ত ও এনএইচ-২ নাদিয়াপুর শনিছড়া ভায়া কালাছড়া বাজার হয়ে গোবিন্দপুর থেকে চাঁদপুর বাজার সংযোগ সড়ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা আধুনিকীকরণে প্রায় সাড়ে তিন কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।