তমলুক: ধর্মনিরপেক্ষ জোট করে BJP তৃণমূলকে পরাস্ত করার ডাক আজ নন্দীগ্রাম থেকে দিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের চৌরঙ্গীতে ISF অধিকার সমাবেশ করে।এই সমাবেশের মুখ্যবক্তা ছিলেন ISF নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল BJP সেটিং তত্ত্বের অভিযোগ করে আগামী ২০২৬শের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং BJP উভয় কে পরাস্ত করার আহবান জানিয়ে বলেন সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে ঐক্যবদ্ধ করে ধর্ম নিরপেক্ষ জোট করে BJP তৃণমূলকে পরাস্ত করবো