ইংরেজবাজার: মতুয়াদের নাম কাটা গেলে বৃহত্তর আন্দোলনে নামব,টাউন হল থেকে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বললেন তৃণমূল নেতা
এস আই আর করে বেছে বেছে মতুয়াদের নাম কাটা হচ্ছে। একজন মতুয়ার যদি নাম কাটা যায় তাহলে বৃহত্তর আন্দোলনের নামবো, এই দাবি নিয়ে মালদার ইংরেজবাজার শহরে অল ইন্ডিয়া মতুয়া, নমসূত্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের বিক্ষোভ মিছিল। তৃণমূল নেতা রঞ্জিত সরকারের উদ্যোগে মালদার ইংরেজবাজার শহরের মিছিল। মিছিল মালদা টাউন হলে সামনে থেকে শুরু হয়, শহরের রাজমহল রোড হয়ে রথবাড়ি মোরে গিয়ে শেষ হয়।