দিনহাটা ২: অবশেষে BLO কে ডেকে SIR এর এনুমারেশন ফর্ম গ্রহণ করলেন পোয়াতুর কুঠি ছিটমহল বাসিন্দারা
অবশেষে BLO কে ডেকে SIR এর এনুমারেশন ফর্ম গ্রহণ করলেন পোয়াতুর কুঠি ছিটমহল বাসিন্দারা। শুক্রবার বিকেল চারটে নাগাদ এমনি চিত্র দেখা গেল। প্রসঙ্গত গত মঙ্গলবার ওই এলাকায় BLO কর্মী গেলেও তাঁর কাছে SIR এনুমারেশন ফর্ম না নিয়ে ফিরিয়ে দিয়েছিল পোয়াতুর কুঠির সাবেক ছিটমহলের বাসিন্দারা। তারা জানান যেহুতু SIR এ ২০০২ ভোটার লিস্টে নাম আছে কিনা দেখাতে হবে কিন্তু সেটা তাদের নেই। কারণ তারা ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পর ভারতীয় নাগরিকত্ব পেয়েছিল।