মানিকচক: সোনা জয়ী মহিলা সিভিক ভলেন্টিয়ার কে রাজনগরের বাড়িতে পৌঁছে সম্বর্ধনা তৃণমূল নেতৃত্বের
সোনাজয়ী মহিলা সিভিক ভলেন্টিয়ারকে সমর্থনা জ্ঞাপন করতে মানিকচকের রাজনগর এলাকার তার বাড়িতে পৌঁছালো ব্লক তৃণমূল নেতৃত্ব।এশিয়ান মাস্টার্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ অংশগ্রহণ করে ২৪ জন প্রতিযোগীদের পরাজিত করে স্বর্ণপদক জয়ী হয়েছে রাজ্নগরের বাসিন্দা তথা পেশায় সিভিক ভলেন্টিয়ার মহিলা নাইমা খাতুন।তার এই সাফল্যে বেজায় খুশি মানিকচকের সর্বস্তরের মানুষ।ব্লক তৃণমূল সভাপতি ডঃ মাহফুজুর রহমান সহ দলীয় নেতৃত্বরা তার বাড়িতে পৌঁছে স্বর্ণপদক জয়ীকে সম্বর্ধনা দেন।