দিনহাটা ১: গোসানীমারি থেকে এস আই আর নিয়ে সুর চড়ালেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
গোসানীমারি থেকে এস আই আর নিয়ে সুর চড়ালেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। মঙ্গলবার সকাল ১১:৫৯ মিনিট নাগাদ রাস্তার কাজের শুভ সূচনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস আই আর ইস্যুতে সুর চড়ালেন তিনি। তিনি বলেন এটি একটি ভোট বন্দি। মানুষকে যেভাবে নোট বন্দি করে বিপাকে ফেলা হয়েছিল ঠিক একই ভাবে ভোট বন্দি করা হলো। গোসানিমারি তে