নলহাটি ১: তৃণমূল কংগ্রেসের BLA 2 কে বাড়িতে ডেকে তাকে দিয়ে SIR ফরম বাছায়ের অভিযোগ নলহাটির ১৫৯ নম্বর বুথের BLO এর বিরুদ্ধে
তৃণমূল কংগ্রেসের BLA 2 কে বাড়িতে ডেকে তাকে দিয়ে SIR ফরম বাছায়ের অভিযোগ নলহাটির ১৫৯ নম্বর বুথের BLO এর বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের নলহাটির ১৫৯ নম্বর বুথের। শনিবার দুপুর ২টা নাগাদ বিজেপির নলহাটি নগর মন্ডলের সভাপতি সজল রায় জানান গতকাল রাত্রে ১৫৯ নম্বর বুথের BLO আমিনা বেগম তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের BLA টু কে ডেকে SIR এর ফরম বাছাই করছিলেন, সেটা জানতে পেরে তার সেখানে গিয়ে বাধা দেন। বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে ১৫৯ নম্বর বুথের BLO আমিনা বেগম।