সালানপুর: রূপনারায়ানপুর পঞ্চায়েত সদস্যা শুক্লা দত্তের নামে দুটি SIR ফর্ম, বিতর্ক শুরু
রূপনারায়ানপুর পঞ্চায়েত সদস্যা শুক্লা দত্তের নামে দুটি SIR ফর্ম, বিতর্ক শুরু পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ানপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যা শুক্লা দত্তের নামে দুটি জায়গায় (কাটোয়া ও বারাবনি) SIR ফর্ম জমা পড়েছে। এ নিয়ে বিরোধী থেকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে – একজন পঞ্চায়েত সদস্য কীভাবে দুই বিধানসভায় ভোটার? শুক্লা দত্ত আজ দুপুর ১টায় জানিয়েছেন কাটোয়া তাঁর বাপের বাড়ি। বিয়ের আগে সেখানে ভোটার ছিলেন।