লংথরাই ভ্যালি: তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে পাঁচজন ভোটার এর যোগদান, রামকুমার রোয়াজা পাড়ায় বুথ সভায়
তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে পাঁচজন ভোটার এর যোগদান, রামকুমার রোয়াজা পাড়ায় বুথ সভায় আজ সকালে ছাওমনু বিজেপি মন্ডলের উদ্যোগে রামকুমার রোয়াজা পাড়ায় অবস্থিত ২৭ নং বুথে একটি গুরুত্বপূর্ণ বুথ সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল লক্ষ্য ছিল স্থানীয় স্তরে দলের সংগঠনকে আরও মজবুত করা।এই বুথ সভা চলাকালীন, স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। তিপ্রা মথা দলের সদস্য দুই পরিবারের মোট পাঁচজন ভোটার আজ আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথা ত্যাগ করে