বিহারে গেরুয়া ঝড়, উচ্ছসিত বঙ্গ বিজেপি এর প্রভাব পশ্চিমবাংলায় ২০২৬ এর বিধানসভায় পড়তে চলছে বললেন বিনপুর 2 মন্ডল বিজেপির সভাপতি মাসাং টুডু। বিহারে গেরুয়া ঝড়ে এনডিএর প্রত্যাবর্তন। ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকায় এই বিজয় উল্লাসে মেতে ওঠেন বিজেপির নেতা কর্মীরা, হয় মিষ্টি বিতরণ। পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় গেরুয়া ঝড় দেখা যাবে শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ বেলপাহাড়ীর ভুলাভেদা থেকে প্রতিক্রিয়া দেন বিনপুর 2 মন্ডল বিজেপির সভাপতি মাসাং টুডু।