ফরিদপুর দুর্গাপুর: জ্যোতি বসুরা গনতন্ত্র প্রসারিত করেছিল, তৃণমূল গনতন্ত্রকে সংকুচিত করছে, দুর্গাপুরে CPIM সভাতে এসে বললেন মীনাক্ষী
জ্যোতি বসুরা গনতন্ত্র প্রসারিত করেছিল, তৃণমূল গনতন্ত্রকে সংকুচিত করছে, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ৩ সদস্যকে অপসারন প্রসঙ্গে কটাক্ষ বাম নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় দুর্গাপুর নগর নিগমের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সিপি আইএম। মুলত নগর নিগমের বেহাল পরিষেবা, সময় উত্তীর্ন হয়ে যাওয়ার পরেও ভোট না হওয়া সহ বেশ কিছু ইস্যুতে এদিনের বিক্ষোভ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী, সিপি আইএম নেত্রী মীনাক্ষি