বহরমপুর: দীর্ঘ প্রতীক্ষার পর বহরমপুরের চুঁয়াপুর রেলওয়ে আন্ডারপাস তৈরির পর কি প্রতিক্রিয়া শহরবাসীর ? দেখুন বিস্তারিত
দীর্ঘ প্রতীক্ষার পর বহরমপুরের চুয়াপুর রেলওয়ে আন্ডারপাস নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এখন থেকেই যাতা শুরু করে দিয়েছেন শহর বহরমপুর তথা জেলার বিভিন্ন মানুষ। সাইকেল আরোহী থেকে বাইক আরোহী ভ্যান রিক্সা থেকে বিভিন্ন চারচাকা গাড়ি উপকৃত হচ্ছেন প্রত্যেক দিনই আর কাউকে কষ্ট করে ব্রিজর উপর দিয়ে যেতে হচ্ছে না। মনে আছে যাতায়াত করছেন আন্ডার পাসের রাস্তা দিয়ে। এই রাস্তা তৈরিতে কি বলছেন শহর বহরমপুরের সাধারণ মানুষ দেখুন