কৃষ্ণনগর ১: জগদ্ধাত্রী পূজোর বিসর্জনের ঘটনার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি
প্রসঙ্গত কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়া উত্তর বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কৃষ্ণনগর চকের পাড়া মোড় থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। প্রথম ব্যারিকেট ভেঙে দ্বিতীয় ব্যারিকেডে এসে মিছিল আটকায় পুলিশ। সেখানে ই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি বিধায়ক জেলা সভাপতি সহ নেতৃত্ব গন।