লংথরাই ভ্যালি: প্রয়াত ছাওমনুর বিজেপি নেতা মুনিজয় রিয়াং: বিধায়ক শম্ভুলাল চাকমার শেষ শ্রদ্ধা
রবিবার রাতে অসুস্থতার কারণে প্রয়াত হলেন ছাওমনু বিজেপি মন্ডলের প্রাক্তন বুথ সভাপতি শ্রী মুনিজয় রিয়াং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে প্রয়াত নেতার বাড়িতে গিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা। বিধায়ক প্রয়াত মুনিজয় রিয়াং-এর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।