পাঁশকুড়া: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পাঁশকুড়া এক চক্রের সামনে
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পাঁশকুড়া এক চক্রে সামনে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত চলেই কর্মসূচি। পাঁশকুড়া ব্লক সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এস এস কে ও এম এস কে এর সহায়িকা, পাঁশকুড়া ব্লকের তিনটি চক্রের শিক্ষা বন্ধু, এবং অফিস ম্যানেজমেন্ট কর্মচারীরা পাঁশকুড়া একচক্র অফিসের সামনে বৃহস্পতিবার বিকালে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করে।