কুলতলি: বিদ্যাভবন এর ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি আত্মরক্ষা পাঠ প্রদর্শন করেন
কুলতলীর সুন্দরবন লাগোয়া জামতলা বিদ্যাভবন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাৎসরিক অনুষ্ঠানে আত্মরক্ষা নাচ গান আবৃতি সহ একাধিক পাট প্রদর্শন করেন। যেখানে উপস্থিত কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল,কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার সহ একাধিক বিশিষ্ট গুণীজনেরা।