ব্যারাকপুর ১: BLA নিয়ে তৃণমূল বিজেপি চাপানোতোর জগদ্দলে
জগদ্দল বিধানসভার অন্তর্গত হাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ১২৪ নম্বর পার্টের বাসিন্দা নিখিল দাস বিএলএ হিসেবে বিজেপির ১২৪ নম্বর পার্টে নাম এসেছে কিন্তু নিখিল দাসের বক্তব্য তিনি 2019 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস করেন তার আগে তিনি বিজেপি করতেন কিন্তু কিভাবে তাকে বি এল এ করা হলো তা তিনি জানেন না সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিএলএ নিখিল দাস , পৌর পিতা বিপ্লব মালো ও তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় শ্যাম জানান যে মানুষটি 2019 সালের পর থেকে বিজেপি করছেন না তৃণমূল করছ