ময়ূরেশ্বর ১: ট্রাক্টর ও চায়না ভ্যানের ধাক্কায় বেশ কিছুক্ষণের যানজট কামরাঘাট এলাকায়
ট্রাক্টর ও চায়না ভ্যানের ধাক্কায় বেশ কিছুক্ষণের যানজট বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত কামরাঘাট এলাকায়। আজ দুপুরে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত কামরাঘাট থেকে মল্লারপুর যাওয়ার রাস্তার উপরেই এই পথ দুর্ঘটনাটি ঘটে। এদিন চায়না ভ্যানের সাথে একটি ট্রাক্টরের এই সংঘর্ষ ঘটে বলে জানা যায়, যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয় বলে খবর।