শীতলকুচি: শীতলকুচি বি এল আর ও অফিসে 10 জনকে পাট্টা প্রদান , উপস্থিত BLRO ও বন ও ভূমি কর্মাধ্যক্ষ
সোমবার শীতলকুচি বি এল আর ও অফিসের হলঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শীতলকুচি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের উদ্যোগে শীতলকুচির জমি হিনা দশ জনকে পাট্টা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচির বি এল আর ও প্রভাস পাঠান, শীতলকুচি মহাবিদ্যালয় পরিচলন সমিতির সভাপতি তপন কুমার ঘোষ শীতলকুচি বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপক রায় প্রামানিক সহ অন্যান্যরা।